বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ-
০১। শ্রীশ্রী মা দূর্গার মন্দির স্থানান্তর।
০২। শ্রীশ্রী মা দূর্গার মন্দিরের সাথে গুরু ভগবান গাঙ্গুলী, আচার্য গুরুদেব ত্রৈলঙ্গ স্বামী, গোয়ালিনী মা, বেনীমাধব ব্রহ্মচারী’র মন্দির প্রতিষ্টা।
০৩। ভোগ মন্দির স্থানান্তর।
০৪। প্যারা, সন্দেশ,ধুপকাটি, মোমবাতি এবং গোলাপজল বিক্রয়কেন্দ্র স্থাপন।
০৫। প্যারা, নকুল বাতাসা ও তালমিস্ত্রি আশ্রমের ভিতর প্রস্তত করনের ব্যবস্থা করন।
০৬। ভোগ মন্দির, রন্ধনশালা, কর্মকর্তা ও কর্মচারীদের খাওয়ার জায়গার ব্যবস্থা এবং প্রসাদ বিতরনসহ অন্যান্য সুযোগ সুবিধা সম্পন্ন বৃহৎ সেইড নির্মান
০৭। আশ্রমের ভবনের চারতলার উপরে একটি ফ্লোর নির্মান করে ২৫জন কর্মকর্তা ও কর্মচারীদের থাকার যাবতীয় ব্যবস্থা।
০৮। আশ্রমের চতুর্দিকে ড্রেইনেজ ব্যবস্থার উন্নয়ন।
বাস্তবায়িত প্রকল্পসমূহ-
০১। ১০০০ (এক হাজার) ভক্তের একসাথে চেয়ার-টেবিলে বসে প্রসাদ গ্রহনের ব্যবস্থা।
০২। মহিলা এবং পুরুষদের জন্য ২৫টি করে মোট ৫০টি শৌচাগার এবং প্রয়োজনীয় সংখ্যক স্থানাগার নির্মান।
০৩। আশ্রমের গবাদিপশুর জন্য নান্দনিক উন্নতমানের সেইড নির্মান।
০৪। ০৩বিঘা (প্রায়) ভুমি ক্রয় এবং মাটি ভরাট।
০৫। ক্রয়কৃত ০৩বিঘা (প্রায়) ভুমিতে বৃক্ষরোপন সহ সৌন্দর্য বদ্ধন।
০৬। ছাওয়াল বাঘিনী নদীর পাড়ে ঘাট ও পাকা সিঁড়ি নির্মান।
০৭। নদীর পাড়ে সুরক্ষা দেওয়াল নির্মান।
০৮। দেওয়ালের পাশে ভক্তদের চলাচলের জন্য রাস্তা নির্মান।
০৯। গবাদিপশুর সেইড সংলগ্ন খালি জায়গায় নান্দনিক অফিস নির্মান।
১০। গিনুরিয়া ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় প্রত্যেক কক্ষে দেওয়াল ও মেঝেতে টাইলস করন।
১১। প্রত্যেক কক্ষে ২টি কওে খাট স্থাপন ও প্রতিদিন বিছানা,চাদর এবং বালিশ কভার পরিবর্তনের ব্যবস্থা।
১২। চারটি এসি রুমে সোফা, খাট এবং পর্দা স্থাপন।
১৩। সকল আবাসন ভবনের ছাদ ওয়াটার প্রæফ এবং পুন: সংস্করণ।
১৪। জেনারেটর স্থাপন ও রাত্রিকালীন পর্যাপ্ত আলোর ব্যবস্থা।
১৫। প্রয়োজনীয় লোকবল নিয়োগ।
১৬। নান্দনিকভাবে অফিস স্থাপন।
১৭। পানিয় জলের জন্য ডিপ টিউবওয়েল স্থাপন।
১৮। ভক্তদের বসার জন্য বেঞ্চের ব্যবস্থা।
১৯। আলাদাভাবে ট্রান্সফরমার স্থাপন।
২০। কবুতরের আবাসন নির্মান।
২১। পুকুরপাড়ে মহিলাদের বস্ত্র পরিবর্তনের ব্যবস্থা।
২২। বাবার জিউস পুকুরে সংস্কার ও মহাদেবের মূর্তি স্থাপন।
২৩। আশ্রমের প্রবেশপথে দুইদিকে দেওয়াল এবং মাঝখানে ডিভাইডারসহ রাস্তা নির্মান।
প্রস্তাবিত প্রকল্পসমূহ-
০১। নান্দনিকভাবে বৃহৎ আকারে বাবার মন্দির পুন:নির্মাণ।
০২। ভক্তদের জন্য থাকার ভক্তনিবাস নির্মান।
০৩। আশ্রমের সীমানার বাইরে বেদখলকৃত ১৫শতক ভুমি দখলে আনয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মান।
০৪। জমিক্রয় পুর্বক গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা।
০৫। আশ্রম সংলগ্ন কালী মন্দিরের বেদখলকৃত ভুমি উদ্ধার।